রাত পোহালে ‘সিনিয়র সিটিজ়েন’! গ্যালাক্সি ছেড়ে পনবেলের খামারবাড়িতে রয়েছেন সলমন, কেমন আয়োজন?

 

সাধারণত অভিনেতার জন্মদিনে প্রতি বছরই তাঁর বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। কিন্তু, এ বছর নাকি মুম্বইয়ে নয়, পনবেলের খামারবাড়িতে জন্মদিন পালন করবেন তারকা। আমন্ত্রিত কারা?



এ বছরে দেশের প্রবীণ নাগরিক হতে চলেছেন সলমন খান। যদিও অভিনেতার কাছে বয়স সংখ্যামাত্র। এখনও তিনি তরুণ। জন্মদিনের দিনপাঁচেক আগেই পেশিবহুল চেহারায় ঘাম ঝরানো ছবি দেন। সাধারণত অভিনেতার জন্মদিনে প্রতি বছরই তাঁর বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। কিন্তু, এ বছর নাকি মুম্বইয়ে নয়, পনবেলের খামারবাড়িতে জন্মদিন পালন করবেন তারকা।


গত বছর থেকে ক্রমাগত মৃত্যুর হুমকি পাচ্ছেন অভিনেতা। যার ফলস্বরূপ ‘গ্যালাক্সি’র (মুম্বইয়ে সলমনের ফ্ল্যাটবাড়ি) খোলা ঝুলবারান্দায় বসেছে ‘বুলেটপ্রুফ’ কাচ। এ বার কি নিজের সুরক্ষা নিয়ে আরও বেশি সচেতন অভিনেতা? সেই কারণেই কি নিজের খামারবাড়িতে সবটা আয়োজন করছেন? সেই উত্তর অজানা।

তবে প্রতি বছরের মতো এ বছরেও কেক কাটা হবে। তার পরে পরিবারের সকলের সঙ্গে বিরিয়ানি খাবেন, তার পরে বসবে গানের আসর। এ বছর বলিউডের একাধিক তারকা থেকে প্রযোজক-পরিচালকদের আসার কথা রয়েছে তাঁর জন্মদিনের পার্টিতে। কিন্তু কারা রয়েছেন এই তালিকায়, সেই নিয়ে মুখে কুলুপ সকলের। সলমনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভন্তুর নাকি বিশেষ কিছু আয়োজন করেছেন অভিনেতার জন্য। এ ছাড়াও সলমন নিজের দীর্ঘ কর্মজীবনে যে সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাঁরা নাকি অভিনেতার দীর্ঘ সফর নিয়ে একটি বিশেষ ভিডিয়ো তৈরি করেছেন। সেই ভিডিয়ো দেখানো হবে অভিনেতার জন্মদিনে।

No comments:

Post a Comment