শনির রুপোর পা
Authored By : শ্রমণা গোস্বামী
Published: December 17, 2025 at 11:31 AM abp ananda
আগামী বছর মেষ থেকে মীন, রাশিচক্রের সব রাশির জাতকদের উপরই শনির প্রভাব থাকবে। ২০২৬-এ ৩ রাশিতে থাকবে শনির সাড়ে সাতি দশার প্রভাব। এর পাশাপাশি, কোনও কোনও রাশিতে থাকবে শনির আড়াই বা ধাইয়া দশার প্রভাব, আবার কেউ ভুগবেন শনির মহাদশা ও অন্তর্দশায়। তবে এখানেই শেষ নয়, শনির প্রভাব আরও নানা ভাবে বিভিন্ন রাশির জাতকদের উপর পড়বে।
শনির চার পায়ে গমন জ্যোতিষবিদরা বলছেন, বিভিন্ন রাশিতে শনি সোনা, রুপো, তামা ও লোহা এই চার পায়ে গমন করে। শনি কোন রাশিতে কোন পায়ে গমন করছে, তার উপর সেই সব রাশির জাতক শনির প্রভাব কী ভাবে পাবেন তা নির্ভর করে। ২০২৬-এ শনি মীন রাশিতে অবস্থান করবে। সেই কারণে কুম্ভ, মীন ও মেষ রাশিতে থাকবে শনির সাড়ে সাতি দশার প্রভাব। অন্যদিকে সিংহ ও ধনু রাশিতে চলবে শনির ধাইয়া বা আড়াই দশার প্রভাব। এখন দেখে নেওয়া যাক, আগামী বছর শনির রুপোর পায়ের প্রভাব কোন কোন রাশিতে পড়বে।
২০২৬-এ শনির রুপোর পা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে সব রাশিতে শনি দ্বিতীয়, পঞ্চম বা নবম ঘরে গোচর করে, সেই সব রাশিতে শনির রুপোর পায়ের প্রভাব থাকে। শনির চার পায়ের মধ্যে রুপোর পা সবচেয়ে শুভ প্রভাব দেয়। আগামী বছর যে রাশিতে শনির রুপোর পা থাকবে, সেই সব রাশির জাতক নানা দিক থেকে উন্নতি করতে পারবেন। জেনে নিন ২০২৬-এ কোন কোন রাশিতে থাকবে শনির রুপোর পায়ের প্রভাব।
২০২৬-এ কোন কোন রাশিতে শনির রুপোর পা? জ্যোতিষ গণনা অনুসারে দেখা যাচ্ছে, ২০২৬ সালে শনি রুপোর পায়ে গমন করবে কর্কট, বৃশ্চিক ও কুম্ভ রাশিতে। এই তিন রাশির জাতকরা আগামী বছর নানা দিক থেকে সাফল্য লাভ করবেন। রুপোর পায়ের শুভ প্রভাবে ২০২৬-এ চাকরিতে পদোন্নতি হতে পারে এই রাশির জাতকদের। সারা বছর শনি ঠাকুরের কৃপাদৃষ্টি এঁদের উপর বজায় থাকবে। আচমকা বড় অঙ্কের অর্থলাভ হতে পারে। আগের করা কাজের সাফল্য আপনি পেতে পারেন। নতুন জমি, বাড়ি ও গাড়ি কিনতে পারেন। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন। যাঁরা সন্তান লাভ করতে চান, তাঁদের মনোবাসনা পূরণ হতে পারে।
শনির কৃপা আগামী বছর শনির রুপোর পা থাকবে যে সব রাশিতে, সেই রাশির জাতকদের ২০২৬-এ প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে তেলের প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
Comments
Post a Comment