Income tax day: ভারতে আয়কর ব্যবস্থার ১৬৫ বছর, জেনে নিন গুরুত্বপূর্ণ সব তথ্য

 Income tax day: ভারতে আয়কর ব্যবস্থার ১৬৫ বছর, জেনে নিন গুরুত্বপূর্ণ সব তথ্য

 

Jul 24, 2025 | 8:31 PM

Income tax day: আয়কর থেকে সরকার যে রাজস্ব আদায় করে, তা বিভিন্ন কাজে লাগানো হয়। স্বাস্থ্য, শিক্ষা, জাতীয় নিরাপত্তা, পরিকাঠামো ক্ষেত্রে ওই রাজস্ব ব্যয় করে। বিভিন্ন সেক্টরের উন্নয়নে বিনিয়োগ করতে পারে সরকার।



নয়াদিল্লি: ২৪ জুলাই আয়কর দিবস হিসেবে পালিত হয় ভারতে। আজ থেকে ঠিক ১৬৫ বছর আগে ব্রিটিশ আমলে ভারতে প্রথম আয়কর চালু হয়। ১৮৬০ সালের ২৪ জুলাই আয়কর ব্যবস্থার সূচনা করেছিলেন স্যর জেমস উইলসন। তারপর ১৯২২ সালে ভারতে আয়কর আইন চালু করেছিল ব্রিটিশরা। একশো বছর পর দেশে আয়কর ব্যবস্থার নানা বদল এসেছে। নানা সংস্কার করা হয়েছে। এখন সরকারের রাজস্ব আয়ের বড় উৎস হল আয়কর। একনজরে দেখে নেওয়া যাক, ভারতে আয়কর ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ তথ্য।আয়কর থেকে সরকার যে রাজস্ব আদায় করে, তা বিভিন্ন কাজে লাগানো হয়। স্বাস্থ্য, শিক্ষা, জাতীয় নিরাপত্তা, পরিকাঠামো ক্ষেত্রে ওই রাজস্ব ব্যয় করে। বিভিন্ন সেক্টরের উন্নয়নে বিনিয়োগ করতে পারে সরকার।
  • ভারতে আয়কর ব্যবস্থার প্রধান মাইলফলকগুলি-
  • ১৮৬০ সালে ভারতে আয়কর ব্যবস্থার সূচনা করেন স্যর জেমস উইলসন।
  • ১৯২২ সালে আয়কর আইন চালু হয়।
  • ১৯২৪ সালে সেন্ট্রাল বোর্ড অব রিভিনিউ অ্যাক্ট গঠন হয়।
  • ১৯৬১ সালে আয়কর আইন, ১৯৬১ লাগু হয়
  • ১৯৮১ সালে আয়কর দফতরে তথ্য কম্পিউটারে রাখার উদ্যোগ নেওয়া হয়।
  • ২০০৯ সালে বেঙ্গালুরুতে সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার চালু হয়।
  • ২০১৪ সালে আয়কর দফতরের নতুন জাতীয় ওয়েবসাইট চালু হয়।
  • ২০২০ সালে ‘বিবাদ সে বিশ্বাস’ স্কিম শুরু।
  • ২০২১ সালে নতুন ই-ফিলিং পোর্টালের সূচনা হয়।

গত ৫ বছরে আয়কর রিটার্ন ফাইল ৩৬ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৯.১৯ কোটি আইটিআর ফাইল হয়েছে। সেখানে ২০২০-২১ অর্থবর্ষে তা ছিল ৬.৭২ কোটি। প্রত্যক্ষ কর আদায়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের বাজেট অধিবেশনে আয়কর পরিকাঠামো বদল করা হয়েছে। নতুন কর কাঠামো অনুসারে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। কারণ ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুযোগ পান তাঁরা।

নতুন স্ল্যাবে ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর দিতে হয়।




Comments