হার্টের অসুখ ধরা পড়েছে? রোজের রান্না কোন তেলে করলে কমবে কোলেস্টেরলের ঝুঁকি

 রূপচর্চায় তিলের তেল ব্যবহার করার চল থাকলেও বাঙালি খাবারে তিলের তেলের ব্যবহার ছিল না বললেই চলে। তবে পুষ্টিবিদেরা বলছেন, তিল যেমন উপকারী, তেমন তিলের তেলেরও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে।


image

হার্টের রোগীরা কোন তেলে রান্না করবেন? 


চিলি গার্লিক প্রণ হোক কিংবা কুং পাও চিকেন— পরিবেশন করার আগে সাদা তিল ছড়িয়ে দেওয়া রেওয়াজের মধ্যে পড়ে। তিলের তেল ব্যবহার করলে তবেই চিনা রান্নার স্বাদ বাড়ে। তিলের ঘরোয়া খাবার বলতে বোঝায় তিলের নাড়ু, খাজা কিংবা রেউড়ি। তবে, রূপচর্চায় তিলের তেল ব্যবহার করার চল থাকলেও বাঙালি খাবারে তিলের তেলের ব্যবহার ছিল না বললেই চলে। তবে পুষ্টিবিদেরা বলছেন, তিল যেমন উপকারী, তেমন তিলের তেলেরও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে। ক্যালশিয়াম, ফসফরাস-এর মতো খনিজ এবং প্রয়োজনীয় বেশ কয়েকটি অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে তিলের মধ্যে।


তিল থেকে তৈরি তেল কী কী কাজে লাগে?

১) তিলের মধ্যে রয়েছে পলিফেনল নামক একটি উপাদান, যা আদতে একটি অ্যান্টি-অক্সিড্যান্ট। বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজে ভরপুর এই তিল চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। অকালপক্বতা রোধেও সাহায্য করে এই তেল।


২) সাদা তিলের মধ্যে এমন যৌগ থাকে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। শীতে এমনিতেই হৃদ্‌রোগের ঝুঁকি বেশি থাকে। তাই কোনও মতেই কোলেস্টেরলের সমস্যা বাড়তে দিলে চলবে না এই সময়। শীতের মরসুমে ডায়েটে তিল রাখা উপকারী।

৩) শীতে জল কম খাওয়া হয়। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা এই সময়ে বেড়ে যায়। তিলের মধ্যে থাকা ফাইবার এই সমস্যা নির্মূল করতে পারে। এমনকি হজমের গোলমাল হলেও দারুণ কাজ করে এই তেল।

৪) তিলে ভাল মাত্রায় ফাইবার থাকে। তিলের তেল দিয়ে রান্না করা খাবার খেলে বিপাকহার বাড়ে। ডায়াবেটিকদের জন্যেও বেশ উপকারী তিল। যে কোনও মরসুমি সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক থাকতে হয় ডায়াবেটিকদের। ফলে ডায়াবিটিস রোগীদের জন্যেও উপকারী তিলের তেল।

৫) শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়। যাঁদের ত্বক এমনিতেই শুষ্ক, তাঁদের শীতকালে ভোগান্তি বাড়ে। এই মরসুমে ত্বকের জেল্লা ধরে রাখতেও তিলের তেল মাখতে পারেন। তিলের তেল ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে।

চল্লিশ বছর বয়সের পর থেকেই পুরুষের যৌন ক্ষমতা কমে, এই সমস্যা আটকাতে কী করবেন

 

এই সময়ে শরীরের বিপাক হার পরিবর্তনের পাশাপাশি হরমোনের ভারসাম্যেও বদল আসে। বিশেষ করে পুরুষদের প্রধান যৌন হরমোন টেস্টোস্টেরন-এর মাত্রা প্রতি বছর গড়ে প্রায় ১% হারে কমতে শুরু করে।

Published on: Jan 03, 2026 2:47 PM ISTBy Amar mandal
 imageচল্লিশ বছর বয়সের পর থেকেই পুরুষের যৌন ক্ষমতা কমে, এই সমস্যা আটকাতে কী করবেন
চল্লিশের কোঠায় পা দেওয়া মানেই পুরুষদের জীবনে এক নতুন শারীরিক ও মানসিক বাঁক। এই সময়ে শরীরের বিপাক হার পরিবর্তনের পাশাপাশি হরমোনের ভারসাম্যেও বদল আসে। বিশেষ করে পুরুষদের প্রধান যৌন হরমোন টেস্টোস্টেরন-এর মাত্রা প্রতি বছর গড়ে প্রায় ১% হারে কমতে শুরু করে। এর ফলে পেশির শক্তি কমে যাওয়া, অবসাদ এবং যৌন ইচ্ছার ঘাটতি দেখা দিতে পারে।

তবে সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে এই সমস্যা কেবল প্রতিহত করাই নয়, বরং দীর্ঘ সময় ধরে জীবনীশক্তি অটুট রাখা সম্ভব। চল্লিশের পর পুরুষদের যৌন স্বাস্থ্যের উন্নতিতে করণীয় সম্পর্কে জেনে নিন।

চল্লিশের পর পুরুষদের যৌন ক্ষমতা অটুট রাখার ৫টি কার্যকর উপায়

১. পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস

যৌন স্বাস্থ্যের জন্য রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকা জরুরি। খাদ্যতালিকায় এমন খাবার রাখুন যা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে:

  • জিঙ্ক সমৃদ্ধ খাবার: কুমড়োর বীজ, ছোলা, এবং সামুদ্রিক মাছ জিঙ্কের ভালো উৎস।
  • ফল ও সবজি: বেদানা, তরমুজ এবং পালং শাক রক্ত সঞ্চালন বাড়াতে এবং ধমনীর স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
  • প্রাকৃতিক ভেষজ: অশ্বগন্ধা বা শিলাজিতের মতো ভেষজ হরমোনের ভারসাম্য রক্ষা করতে পরিচিত।

২. নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণ

  • পেটে মেদ জমা পুরুষদের হরমোনের সবচেয়ে বড় শত্রু। অতিরিক্ত চর্বি টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তরিত করতে পারে। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ব্যায়াম (যেমন—দ্রুত হাঁটা, সাঁতার বা ওয়েট লিফটিং) শরীরের রক্তপ্রবাহ ঠিক রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।

৩. মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণ

  • কর্মজীবন বা সংসারের চাপে চল্লিশের পর মানসিক উদ্বেগ বা 'স্ট্রেস' বেড়ে যায়। অতিরিক্ত চাপের ফলে শরীরে 'কর্টিসল' হরমোন বাড়ে, যা যৌন ইচ্ছা কমিয়ে দেয়। যোগব্যায়াম, ধ্যান বা পর্যাপ্ত শখের কাজ করার মাধ্যমে মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি।

৪. পর্যাপ্ত ও গভীর ঘুম

  • শরীরের অধিকাংশ হরমোন উৎপাদিত হয় ঘুমের সময়। দিনে অন্তত ৭-৮ ঘণ্টা গভীর ঘুম না হলে টেস্টোস্টেরনের মাত্রা নাটকীয়ভাবে কমে যেতে পারে। তাই ঘুমের সময় বা মানের সাথে কোনো আপস করবেন না।

৫. ক্ষতিকর অভ্যাস বর্জন

  • ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান লিঙ্গশিথিলতা বা 'ইরেকটাইল ডিসফাংশন'-এর অন্যতম প্রধান কারণ। তামাক রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে যৌনাঙ্গে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। সুস্থ জীবনের জন্য এই অভ্যাসগুলো ত্যাগ করা অপরিহার্য।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

যৌন ক্ষমতা কমে যাওয়া সবসময় কেবল বয়সের কারণে হয় না; এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের প্রাথমিক লক্ষণও হতে পারে। তাই দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিলে কোনো লোকজ বা অবৈজ্ঞানিক টোটকা ব্যবহার না করে একজন ইউরোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।








লক্ষ মতুয়া ভোট দিতে না-পারলেও ‘লাভ’! কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এসআইআর-মন্তব্যে জল্পনা, বিতর্ক
বিহারকে কত টাকা, বৈঠকে মোদী-নীতীশ
ইডি আবার বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তৎপর, বাজেয়াপ্ত করা হল প্রয়াগ গোষ্ঠীর ১১০ কোটির সম্পত্তি
মুনিরই ‘পাকিস্তানের প্রধান’! ভারত-পাক সংঘর্ষ নিয়ে ফের বলতে গিয়ে মন্তব্য ট্রাম্পের,পরে আনলেন শাহবাজ়ের নাম
Bangladesh Unrest| Who is Dipu Chandra Das? বারুদের স্তূপে বাংলাদেশ! গাছে বেঁধে, মিথ্যে অভিযোগে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হিন্দু যুবক দীপু দাস আসলে কে?
অন্ধ ভারত বিরোধিতা করে বাংলাদেশকে খাদে নিয়ে যাচ্ছে ইউনুস সরকার: হাসিনা
বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, প্রতিবাদের আঁচে উত্তাল কলকাতা, বিক্ষোভে সামিল শুভেন্দু, দিলেন চরম সতর্কবার্তা
দীপু হত্যার বিচার চেয়ে বেকবাগানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের

Potato Peel for Skin: ত্বকে আলুর খোসা মাখলে কি সত্যিই ফরসা হওয়া সম্ভব? জেনে নিন কীভাবে করবেন ব্যবহার

 এই উপকারগুলো জানলে, আলুর খোসা আবর্জনায় না ফেলে ত্বকে মাখবেন সকলে। কিন্তু আসলেই কি এতে লাভ হয়? আসুন জেনে নেওয়া যাক এটির উপকারিতা।

Published on: Jan 03, 2026 11:30 AM IST

by Amar mandal 


image

ত্বকে আলুর খোসার ব্যবহার


আলু অনেকেরই প্রিয় সবজি। প্রায় সব খাবারেই আলু ব্যবহার করা হয়। স্নাক হোক বা বিভিন্ন সবজি, সারা দিন ধরে তৈরি একটি থালায় আলু যোগ করা হয়। সবজিতে বা মাছ-মাংসের ঝোলে আলু সাধারণত আমরা খোসা ছাড়িয়েই দেই। এমনকী, আলুভাজার সময়তেও ছাড়ানো হয় খোসা। অনেকেই আছেন, যারা আলুর খোসা ফেলে না দিয়ে ত্বকের যত্নে ব্যবহার করে থাকেন। স্কিন ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে আলুর খোসা।


আলুর খোসায় মূলত অ্যাজেলেক অ্যাসিড থাকে। এছাড়া আলুতে ক্যাটাকোলেজের মতো ব্লিচিং এজেন্ট থাকে। এই দুটি উপাদান কি সত্যিই ত্বকের জন্য উপকারী?

বিশেষজ্ঞদের মতে, অ্যাজেলসিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে ক্যাটকোলেজ ট্যান ও দাগ দূর করে ত্বককে সুন্দর করে তোলে। এই ছাল মূলত স্কিন ইলাস্টিসিটি বাড়াতে কাজ করে।

এছাড়া আলুর খোসায় ত্বকের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন সি রয়েছে। এই দুটি উপাদানই ত্বকের পুষ্টির জন্য প্রয়োজনীয়। ভিটামিন সি ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগাতে সাহায্য করে।

কী কী উপকার পাবেন আলুর খোসা ব্যবহার করলে?

  • প্রাকৃতিক ব্লিচিং গুণাবলীর কারণে এটি ত্বকের রঙ উজ্জ্বল করে।
  • অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যের ছাপ ও বলিরেখা প্রতিরোধে সাহায্য করে।
  • আলুর খোসা ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয়।
  • ট্যান ও নিস্তেজ ভাব কমাতে কার্যকর আলুর খোসা।

আলুর খোসা দিয়ে ত্বকচর্চা:

আলুর খোসা বেটে নিন। তার সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক বানান। এটি মুখে মাখিয়ে রেখে দিন মিনিট ২০-২৫ মিনিট। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন মুখ।




আলুর খোসার ভেতরের অংশ চোখের নিচে ঘষুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মিনিট ১৫ লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে নিন। তারপর আন্ডার আই ক্রিম লাগিয়ে ঘুমিয়ে যান। মাসখানেক এই রুটিন ফলো করলেই দেখবেন চোখের তলার কালোভাব গায়েব হবে।

এমনকী টোনার হিসেবেও আলুর রস ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আলু বেটে তার রস বের করে নিয়ে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। একবার রস বের করে ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।

সভা শেষ করে সোনালির সঙ্গে দেখা করতে পারেন অভিষেক
‘জ্ঞানেশ আঙুল তুলেছেন, ওঁকে বলেছি, আঙুল নামিয়ে কথা বলুন! আপনি মনোনীত, আমি নির্বাচিত’, রণং দেহি অভিষেক
শক্তি বাড়বে ভারতীয় সেনার! তিন বাহিনীর জন্য ৭৯,০০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম, মিলল কেন্দ্রের অনুমোদন
'শাহরুখ খান গদ্দার!', হিন্দু-হত্যাকারী বাংলাদেশকে তোষণ? মুস্তাফিজুর ইস্য়ুতে BJP নেতার রোষে বাদশা
২৮ আসনের মধ্যে ২০টি পেতে হবেই! কলকাতা ও শহরতলির বিজেপি নেতা-কর্মীদের লক্ষ্য বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ
পারদ পতনের প্রতিযোগিতা জেলায় জেলায়, দাপট কুয়াশার, বর্ষশেষে শীত বলছে ‘খেলা হবে’
রুপির ধাক্কা সামলাতে ৩১.৯৮ বিলিয়ন ডলার বিক্রি করল RBI!
রোহিঙ্গা প্রশ্ন তৃণমূলের