Posts

ABP ANANDA

UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে GST?

  UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে GST? ঈপ্সা চ্যাটার্জী |   Jul 27, 2025 | 2:12 PM UPI Transaction: সম্প্রতিই কর্নাটকের প্রায় ৬০০০ ব্যবসায়ীকে জিএসটি নোটিস পাঠানো হয়েছে ইউপিআই লেনদেনের জন্য। এরপর থেকেই আরও জল্পনা তৈরি হয়েছিল যে সরকার হয়তো ইউপিআই পেমেন্টে জিএসটি বসাতে পারে। নয়া দিল্লি:  ইউপিআইয়ে লেনদেন করলেই দিতে হবে জিএসটি? দীর্ঘদিন ধরেই এই নিয়ে জল্পনা। এবার সংসদে এই জল্পনা নিয়েই উত্তর দিল কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদের রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হল, ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের উপরে কোনও জিএসটি আরোপ করা হবে না। এমন কোনও প্রস্তাব নেই। যারা   দৈনন্দিন লেনদেনের জন্য ইউপিআই (UPI) ব্যবহার করেন, তাদের জন্য এটা বড় স্বস্তির খবর। গত ২২ জুলাই রাজ্যসভার বাদল অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই বিষয়ে তথ্য দেন। তিনি বলেন যে জিএসটি কাউন্সিল ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের কোনও সুপারিশ করেনি। ইউপিআই পেমেন্টের উপর জিএসটি আরোপের কোনও পরিকল্পনা নেই। প্রসঙ্গত, সম্প্রতিই কর্নাটকের প্রায় ৬০০০ ব্য...

চাকরি বা ব্যবসার পাশাপাশি মাসিক লক্ষাধিক আয়, দেখুন ২০২৫ সালের সেরা ৫ আইডিয়া – Side income idea 2025

১০০০ কোটির বাজার হাতছাড়া! জোড়া সমস্যায় জেরবার রাজ্যের পোশাক শিল্প

Fish Head Nutrition: আপনি কি মাছের মাথা খেতে ভালোবাসেন? এটি খাওয়া আদৌ কি ভালো?

মাথায় পাকা চুলের সংখ্যা বাড়ছে? রং করতে না চাইলে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি ‘জাদু তেল’

Income tax day: ভারতে আয়কর ব্যবস্থার ১৬৫ বছর, জেনে নিন গুরুত্বপূর্ণ সব তথ্য